Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Kalia Shahid A. Salam Degree College
Details

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী মহান ব্যক্তিত্ত্ব জনাব আঃ সালাম সাহেবের নামে এই কলেজের নামকরণ করা হয়েছে। কলেজটি শহীদ আঃ সালাম ডিগ্রী কলেজ নাম করণের পিছনে রয়েছে বিরাট ইতিহাস। জনাব আঃ সালাম এই কলেজটি প্রতিষ্ঠিত করেন।

কলেজটি কালিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। কলেজটিতে একাদশ, দ্বাদশ ও স্নাতক এ শিক্ষাদান করা হয়। কালিয়া উপজেলার অধিকাংশ ছাত্র/ছাত্রী উচ্‌চ মাধ্যমিক শিক্ষা লাভ করে এই কলেজ থেকে।

 

যোগাযোগ

কালিয়া, নড়াইল।

মোবাইল নং- 01716561275