Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী পিতলের রথ ও ব্রহ্মাময়ী মন্দির
বিস্তারিত

কালিয়া উপজেলার  ডানে আছে ঐতিহ্যবাহী পিতলের রথ, বামে আছে রথমন্দির এবং মাঝে আছে ব্রহ্মময়ী মন্দির। এই রথ মন্দিরটি কালিয়া উপজেলার শত বছরের ইতিহাস ও ঐতিহ্যকে লালন- পালন করছে। প্রতি বছর কালিয়া উপজেলায় এই রথ ও রথের মেলাকে কেন্দ্র করে হাজারো মানুষের মিলন মেলা বসে। উক্ত মেলায় স্থানীয় কুটির শিল্পের মেলা যেমন বসে তেমনি গ্রামীন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মেলায় আসার জন্য খুলনা জেলখানা ঘাট হতে যে কোন পরিবহনযোগে, বড়দিয়া বাজার হতে যে কোন পরিবহনে অথবা নড়াইল ফেরী ঘাট হতে বারইপাড়া ঘাটে নেমে নদী পার হয়ে যে কোন পরিবহনে কালিয়া বাসষ্ট্যান্ড-এ নামলেই মেলার স্থান।