Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

কালিয়া উপজেলা প্রায় ৮৯.৩১ দ্রাঘিমা এবং ২৩.০০ অক্ষাংশে অবস্থিত। কালিয়া উপজেলার ভূমির উচ্চতা অনুসারে উপজেলাকে দু’ভাগে ভাগ করা যায়। যথা উচ্চাঞ্চল ও নিম্নাঞ্চল। নবগঙ্গা নদীর পশ্চিম তীর উচ্চাঞ্চল এবং পূর্ব তীরকে নিম্নাঞ্চল বলা যায়। কিন্ত অতি সম্প্রতি নিচু স্থানসমুহ দ্রুত উঁচু ভূমিতে পরিণত হতে চলেছে। উপজেলার সমতন ভুমি গঠনে মধুমতি, নবগঙ্গা, চিত্রা, নলীয়া, ঘোড়াখালী ও কালীগঙ্গা নদীর অবদান যথেষ্ট। উপজেলার জলবায়ু আরামদায়ক সমভাবাপন্ন। এখানে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। শীতকালে উত্তরে বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত একেবারে হয়না বলা চলে। গ্রীষ্মকালে কালবৈশাখীর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। বৃহত্তর যশোর জেলার গড় তাপমাত্রা অনুযায়ী এখানকার সর্বোচ্চ তাপমাত্রা ৮৮.০০ ডিগ্রী ফারেনহাইট এবং সর্বনিম্ন তাপমাত্রা ৬৮.৮৯ ডিগ্রী ফারেনহাইট। এখানকার গড় আদ্রতা ৭৮%। মে মাস হতে আগষ্ট মাস পর্যন্ত উপজেলায় সর্বাধিক আদ্রতা অনুভুত হয়। অধিক বৃষ্টিপাত, বন্যা এবং মৌসুমী বায়ুর প্রভাবে কালিয়া উপজেলা কৃষি কাজের জন্য এ অঞ্চল অত্যান্ত উপযোগী। উপজেলার উল্লেখযোগ্য ফসলের মধ্যে ধান, পাট, আখ,তিল, সরিষা, মুগ, মটর, খেসারী ছোলা ইত্যাদি।