Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কালিয়া উপজেলা

 

কালিয়া উপজেলা গত ১৫/১২/১৯৮২ খ্রিঃ তারিখে সৃষ্টি হয়েছে। এর আয়তন ৩১৭.৬৪ বর্গ কিলোমিটার। উপজেলা ১টি পৌরসভা, ১৪ টি ইউনিয়ন, ২২৯ টি গ্রামের সমন্বয়ে গঠিত। উপজেলার জনসংখ্যা ২,০৮,০২৪ জন। আবাদী জমির পরিমান -৩২,৫৮৬ হেক্টর। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৬৫৪ জন। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমুহের মধ্যে কলেজ-৬টি, মাধ্যমিক বিদ্যালয়-২৫টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয়-২ঢি, মাদ্রাসা-১২ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯১ টি, রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫৩ টি এবং কমুনিটি বিদ্যালয় ১ টি। শিক্ষার হার ৪১.০৪%।মৌজার সংখ্য- ১০৯ টি,ভোটারের সংখ্যাঃ ১,৬৮,০৭০ জন(২০০৬ সাল অনুযায়ী),ধর্মীয় প্রতিষ্ঠান-মসজিদ-৪১৫ টি ,মন্দির-১০৫টি,মঠ-০১টি,গীর্জা- নেই। যোগাযোগঃ ক) পাকা রাসতাঃ ৭২ কিলোমিটার খ) কাঁচা রাসতাঃ ৩৪০ কিলোমিটার,গ)নদী পথঃ ৯.২০ কিলোমিটার,ঘ) রেলপথঃ নেই।