কালিয়া ডাকবাংলো-পণ্ডিত রবিসংকর-কালিয়া উপজেলা প্রশাসনিক ভবন
নড়াইল জেলার অন্যতম উপজেলা কালিয়া। ১৯৩০ সাল পর্যন্ত এই থানার সদর ছিল নড়াগাতিতে। ২০০০ সালের পহেলা জানুয়ারী থেকে শুধুমাত্র পুলিশ প্রশাসনিক কাজকর্মের জন্য নড়াগাতিকে কালিয়া উপজেলার ৬টি ইউনিয়নকে পৃথক করে একটি পুলিশী থানা হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সেন-বৈদ্য বংশের লোকেরা খুব শিক্ষিত এবং উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা ছিলেন। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে এ সব হিন্দু পরিবার ভারতে চলে যাওয়ার পর কালিয়ার সুনাম ধীরে ধীরে মুছে যেতে থাকে। বহু প্রাচীন পাকা ভবন আজ জরাজীর্ণ এবং কিছু ভবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কালিয়া একটি নদী বন্দর ও বাণিজ্য কেন্দ্র। ১৯৭৪ সালে কালিয়া থানা সদরের কিছু এলাকা নিয়ে একটি পৌরসভা গঠিত হয়।