গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
নড়াইল সদর, নড়াইল।
বার্ষিক কর্মপরিকল্পনা -২০১৭
ক্রমিক নং | প্রস্তাবিত বিষয় (গৃহীতব্য কাজের নাম) | বাস্তবায়নকাল (শুরু ও সমাপ্তির তারিখ) | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (যে কর্মকর্তার নেতৃত্বে সম্পাদিত হবে তাঁর নাম ও পদবি) | প্রত্যাশিত ফলাফল (কাজটি সম্পন্ন হলে গুণগত বা পরিমাণগত কী পরিবর্তন আসবে) | পরিমাপ (প্রত্যাশিত ফলাফল তৈরি হয়েছে কি না তা পরিমাপের মানদন্ড) | |
শুরুর তারিখ | সমাপ্তির তারিখ | |||||
০১ | ডিপোট কর্নার সৃজন ও মোবাইল ফোনের মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি ও প্রসব পূর্ব সেবার ড্রপ আউট হার হ্রাসকরণ। | জুন/২০১৪
| চলমান (সম্প্রসারিত প্রকল্প)
| জনাব মো: আবুল কাশেম, পদবী: উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নড়াইল সদর। মোবা: ০১৯১৩-৩৯০৮৭২ kashemlsdgfp@gmail.com | পরিবার পরিকল্পনা পদ্ধতি ও প্রসব পূর্ব সেবার ড্রপ আউU †ivaহবে। বর্তমানে ড্রপ আউট আছে- ৩০% | ১২% কমে আসবে। |
০২ | মাতৃ ও শিশু মৃত্যু হ্রাসকরণে প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির জন্য সচেতনতামূলক প্রকল্প গ্রহণ। | জুন/২০১৬ -মে,২০১৭
| মে,২০১৭চলমান
| জনাব মো: আবুল কাশেম, পদবী: উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নড়াইল সদর। মোবা: ০১৯১৩-৩৯০৮৭২ kashemlsdgfp@gmail.com | প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি ঘটবে এবং মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু কমবে। বর্তমানে ৫০% রয়েছে। | % বৃদ্ধি পাবে। ১০০% নিশ্চিতকরতে হবে। |
০৩ | স্কুল পর্যায়ে FPI কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা স্কুল সেশন পরিচালনা | জুলাই/১৫ | চলমান
| জনাব মো: আবুল কাশেম, পদবী: উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নড়াইল সদর। মোবা: ০১৯১৩-৩৯০৮৭২ | প্রতি সপ্তাহে ১দিন একটি স্কুলে FPI গণ প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা করেন। মোট ২৮টি স্কুলে শিক্ষা সেশন পরিচালনা হচ্ছে। | চলমান প্রক্রিয়া |
০৪ | ‘কিশোরী মডেল’ প্রজনন স্বাস্থ্য ও বাল্য বিবাহ রোধ এবং স্যানিটেশন ন্যাপকিন বিতরণ | মার্চ/২০১৭
| এপ্রিল/২০১৮ | জনাব মোছা: নাছিমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার ও জনাব মো: আবুল কাশেম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নড়াইল সদর। মোবা: ০১৯১৩-৩৯০৮৭২ | ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অবহিতকরা ও বাল্য বিবাহের কুফল তুলে ধরে তাদের সচেতন করে তোলা। | প্রকল্পের কার্যক্রম ১০% সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি চলমান আছে। |
০৫ | পরিবার কল্যাণ সহকারীর পরিবার পরিকল্পনা পরিদর্শক/মাধ্যমে জন্মের ০৭ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্নকরণ প্রকল্প। | জুন,২০১৬ | মে,২০১৭ চলমান | জনাব মো: আবুল কাশেম, পদবী: উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নড়াইল সদর। মোবা: ০১৯১৩-৩৯০৮৭২ | mgq g‡Zv জন্ম নিবন্ধন সম্পন্ন bv nIqv |cÖvwZôvwbK RwUjZv, Z†_¨i Afve | জন্ম নিবন্ধন হার বৃদ্ধি পাবে। |
০৬ | অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কর্মীদের দক্ষতা ও সেবার গুনগত মান বৃদ্ধিকরণ | মার্চ/২০১৭
| এপ্রিল/২০১৮ | জনাব মো: আবুল কাশেম, পদবী: উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নড়াইল সদর। মোবা: ০১৯১৩-৩৯০৮৭২ | কর্মীদের দক্ষতা ও সেবার গুনগত মান বৃদ্ধি পাবে। | টিসিভি |
০৭ | প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম উন্নয়ন ও সম্প্রসারনের লক্ষ্যে পরিবার পরিকল্পনা পরিদর্শক কর্তৃক ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা করা। | জুলাই, ২০১৫- আগস্ট, ২০১৬।
| বর্তমানে সম্প্রসারিত প্রকল্প হিসাবে চলমান | জনাব মো: আবুল কাশেম, পদবী: উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নড়াইল সদর। মোবা: ০১৯১৩-৩৯০৮৭২ kashemlsdgfp@gmail.com | ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত QvÎ QvÎx‡`i cªv_wgK স্বাস্থ্য শিক্ষা wnmv‡e ¯^v¯’¨ ,cywô, nvBwRb I m¨vwb‡Ukb wel‡q avibv cÖ`vb Kiv| | ছাত্র –ছাত্রীগণ প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা লাভ করবে। |
০৮ | মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাভোগীদের অর্থ প্রাপ্তি সহজীকরণ। এস.এম.এস প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ভাতা বিতরণের সময় সূচি সম্পর্কে অবগত করা। | ০১-০৩-২০১৬খ্রি: | চলমান প্রক্রিয়া | মো: হোসেনুর রহমান উপজেলা সমাজসেবা অফিসার, নড়াইল সদর, নড়াইল। | এই প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতাভোগীদের সঠিক ও দ্রুত সময়ের মাধ্যমে ভাতার অর্থ গ্রহণ করতে পারবে এবং ব্যাংক হতে ভাতার অর্থ উত্তলনের সময় ও তারিখ জানতে পারবেন। | মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাভোগীদের মোবাইল নম্বরসহ তথ্য সংগ্রহের কাজ চলছে। |
০৯ | ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের সমাজসেবা অধিদপ্তরের বিদ্যমান ভাতাসহ বিভিন্ন কর্মসূচিতে অর্ন্তভূক্ত করণ। | ১-১-২০১৭খ্রি: | ৩১-১২-২০১৯ খ্রি: | মো: হোসেনুর রহমান উপজেলা সমাজসেবা অফিসার, নড়াইল সদর, নড়াইল। | ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন। | ভিক্ষুকদের জীবন মান উন্নয়নে ভাতার হার বৃদ্ধি পাবে। |
১০ | ভেজাল সার প্রতিরোধে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে কৃষকের ভোগান্তি লাগব | ০১-০6-২০১৬খ্রি: | চলমান প্রক্রিয়া | কৃষি সম্প্রসারণ অফিসার, নড়াইল সদর | কৃষক সহজে ভেজাল সার সম্পর্কে জানতে পারবে এবং তারা সহজে সঠিক সময়ে সার প্রয়োগের মাধ্যমে ফলন বৃদ্ধি করতে পারবে। | প্রকল্পের কার্যক্রম ৩০% সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি সম্প্রসারিত হিসাবে চলমান আছে। |
১১ | ভর্তিকৃত শিশুদের শতভাগ উপস্থিত নিশ্চিতকরণ | ০২-০৯-২০১৫খ্রি: | চলমান প্রক্রিয়া | আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার, নড়াইল সদর | অনুপস্থিত এর হার কমবে, শিক্ষার্থীর হার বৃদ্ধি পাবে এবং মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারবে। | প্রকল্পের কার্যক্রম ৭০% সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি সম্প্রসারিত হিসাবে চলমান আছে। |
১২ | সমবায়ের মাধ্যমে বিধবা ও দু:স্থ মহিলাদের টেকসই উন্নয়ন | ৩০ মার্চ-২০১৬ | চলমান প্রক্রিয়া | মো: তারিকুল ইসলাম উপজেলা সমবায় অফিসার, নড়াইল সদর
| ইউনিয়নের বিধবা ও দুস্থ মহিলাদের সমবায়ের মাধ্যমে উৎপাদন মুখি কাজের সাথে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল হবে। | প্রকল্পের কার্যক্রম ৮৫% সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি সম্প্রসারিত হিসাবে চলমান আছে। |
১৩ | ক্ষুদ্র ও কুটির শিল্পজাত মালামাল বাজারজাতকরণ ও শোরুম স্থাপন | ১০-১০-২০১৬ খ্রি: | চলমান প্রক্রিয়া | মো: তারিকুল ইসলাম উপজেলা সমবায় অফিসার, নড়াইল সদর
| নড়াইল সদর উপজেলায় সমবায়ের মাধ্যমে উৎপাদিত পন্য সরাসরি ও অনলাইনের মাধ্যমে বাজার জাত করণ করা হচ্ছে। | প্রকল্পের কার্যক্রম ৪০% সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি সম্প্রসারিত হিসাবে চলমান আছে। |
১৪ | ”সমবায়ীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরনের মাধ্যমে টেকসই উন্নয়ন” | ০১/০১/২০১৭
| ৩১/১২/২০১৭ | মোঃ তারিকুল ইসলাম মোবা-01713815524 uconarailsadar@gmail.com | সমবায়ীদেও উৎপাদিত পন্য অনলাইনে ও সরাসরী বাজারজাতকরণ হবে।অধিক মুনাফা পাবে্ সমিতি অধিক লাভজনক হবে নতুন নতুন পণ্য উৎপাদন হবে। সমিতিটেকসই হবে। | আগে স্থানীয় ভাবে বিক্রয় হত এটি অনলাইনে সারা দেশে বিক্রয় হবে। অধিক মুনাফা পাবে।দ্রুত বাজারজাতকরা যাবে। (এক্ষেত্রে TCV অপেক্ষা কোয়ালিটি সেবাই প্রাধাণ্য দেয়া হেয়েছে) |
১৫ | “মৎস্য খাদ্য পরীক্ষাগারে পরীক্ষা করে প্রাপ্ত ফলাফল ই-প্রযুক্তির মাধ্যমে সুফলভোগীদেরকে জানানো। | ০১/০১/২০১৭ | ৩১/১২/২০১৭ | মো: মনিরুল ইসলাম সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, নড়াইল সদর, নড়াইল। মোবা: ০১৭১২৫৮৩৬১৪ | গুনগত মানের মাছের খাদ্য ভাল মানের চিংড়ি/মাছ | চিংড়ি/মাছ এর উৎপাদন বৃদ্ধি পাবে। চাষীগণ আর্থিকভাবে লাভবান হব ( এক্ষেত্রে টিসিভি অপেক্ষা কোয়ালিটি সেবাই প্রাধন্য দেওয়া হয়েছে) |
১৬ | সুস্থ থাকতে স্বাস্থ্য অভ্যাস | ০১-০১-২০১৬ খ্রি: | চলমান প্রক্রিয়া | মো: মাহমুদুল আলা উপ সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নড়াইল সদর | নিয়মিত সাবান এবং পানির সঠিক ব্যবহার মাধ্যমে রোগ প্রতিরোধ থেকে সকলে পরিত্রান পাবে ও সু-স্বাস্থ্যর অধিকারী হবে। | প্রকল্পের কার্যক্রম ৭০% সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি সম্প্রসারিত হিসাবে চলমান আছে। |
১৭ | গ্রাম্য রাস্তা উন্নয়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজিকরণ | ১০-০৩-২০১৬ খ্রি: | চলমান প্রক্রিয়া | গিয়াস উদ্দীন আহমেদ উপজেলা প্রকৌশলী, নড়াইল সদর
| গ্রাম্য রাস্তা সংস্কার হবে এবং সাধারন মানুষ সহজে স্বাচ্ছন্দে চলাচল করতে পাবে। | প্রকল্পের কার্যক্রম ৪০% সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি সম্প্রসারিত হিসাবে চলমান আছে। |
১৮ | সঠিক রেজিস্ট্রেশন নিশ্চিতকরণের মাধ্যমে টিকাদান কার্যক্রম সফলীকরণ | ৩০-০২-২০১৬ খ্রি: | চলমান প্রক্রিয়া | ডা: সঞ্জিত কুমার সাহা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, নড়াইল সদর
| ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এর কর্মীদের মাধ্যমে সকল শিশুদের টিকাদান নিশ্চিত করণের মাধ্যমে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে। | প্রকল্পের কার্যক্রম ৭৫% সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি সম্প্রসারিত হিসাবে চলমান আছে। |
১৯ | প্রশিক্ষন প্রদান বিকেন্দ্রীকরণ | ০৫-০৩-২০১৬ খ্রি: | চলমান প্রক্রিয়া | তপতী সেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা, বিআরডিবি, নড়াইল সদর
| ঋন প্রদানের পূর্বে উপকারভোগীদের কে প্রশিক্ষণ প্রদান করার ফলে অর্থের অপচয় রোধ পাবে। | প্রকল্পের কার্যক্রম ৩৫% সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি সম্প্রসারিত হিসাবে চলমান আছে। |
২০ | ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য আনুষ্ঠানিক দল গঠন এবং অভিস্ট জনগোষ্ঠীকে সাবলম্বী করণ | ৩০-০১-২০১৬ খ্রি: | চলমান প্রক্রিয়া | নিলুফা ইয়াসমিন, ইউআরডিও, বিআরডিবি, নড়াইল সদর
| অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে এবং সামাজিক জীবনের মান উন্নয়ন ঘটবে। | প্রকল্পের কার্যক্রম ৩৫% সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি সম্প্রসারিত হিসাবে চলমান আছে। | ||
২১ | ধানক্ষেতের আইলে উন্নতজাতের পাটের চারা রোপনের মাধ্যমে পাটের বীজ উৎপাদনের পাশাপাশি ধানক্ষেতের পোকামাকড় দমন। | ১০-০২-২০১৬ খ্রি: | চলমান প্রক্রিয়া | কে,এম আব্দুল বাকী, উপজেলা পাট উন্নয়ন অফিসার, নড়াইল সদর
| ধানক্ষেতের আইলে উন্নতজাতের পাটের চারা রোপন করলে পাটের ফলন বৃদ্ধি পাবে এবং পাটের উপর পাখি বসবে ও ধানের পোকামাকোড় দমন করবে। ফলে ফলন বৃদ্ধি পাবে। | প্রকল্পের কার্যক্রম ৩৫% সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি সম্প্রসারিত হিসাবে চলমান আছে। | ||
২২ | ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ভূমি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি | জানু/১৭ | ডিসেম্বর/২০১৭ | সহকারী কমিশনার(ভূমি) নড়াইল সদর ০১৭৮৭-৪০০৩০০
| ভুমি সংক্রান্ত মামলার জট কমবে। সেবা গ্রহণ ও প্রদানে দীর্ঘসূত্রিতা নিরসন হবে। সেবা গ্রহিতারা অতি সল্প সময়ে তাদের প্রত্যাশিত সেবা পাবেন। জনগণ নিজে অফিসে এসে তাদের সেবা গ্রহনের উৎসাহী হবে। এতে দালাল/প্রতারক চক্রের দৌরাত্ব কমবে। | আনুমানিক ১৫০০ ( এক হাজার পাঁচশত) জন। | ||
২৩ | চান্দিনা ভিটির একসনা লাইসেন্স নবায়ন সহজিকরণ। | জানু/১৭ | ডিসেম্বর/১৭ | সহকারী কমিশনার(ভূমি) নড়াইল সদর ০১৭৮৭-৪০০৩০০ | সংশ্লিষ্ট হাট-বাজারের সরেজমিনে পরিদর্শন পূর্বক তাৎক্ষনিকভাবে লাইসেন্স নবায়ন করা হবে। ফলে সেবা গ্রহিতাগণের অফিসে আসতে হবে না। এতে সময় ও খরচ দুটিই লাঘব হবে। | আনুমানিক ৪৫০ জন | ||
২৪ | ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে ই-মেইলের মাধ্যমে অর্পিত সম্পত্তির লীজ নবায়নের আবেদন গ্রহণ। | জানু/১৭ | ডিসেম্বর/১৭ | সহকারী কমিশনার(ভূমি) নড়াইল সদর ০১৭৮৭-৪০০৩০০ | অর্পিত সম্পত্তির লীজ গ্রহিতাগণ সহজে লীজ নবায়ন করতে পারবেন। ফলে সেবা গ্রহিতাগনের অফিসে আসতে হবে না। এতে সময় ও খরচ দুটিই লাঘব হবে। | আনুমানিক ৩৫০ জন | ||
২৫ | সমিতির সদস্যদের ঋনের মাধ্যমে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করণ | মার্চ/১৭ | ডিসেম্বর/১৭ | ইউ,আর,ডি ও এ.আর.ডি.ও এ.আর.ডি.ও(ই) জে.ও | অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে। | জনগণের জীবন মান উন্নয়ন হবে। | ||
২৬ | সদস্যদের স্বাস্থ্য সম্মত পরিবেশে বসবাসের জন্য পরিবেশ তৈরীতে সহযোগিতাকরণ | মার্চ/১৭ | ডিসেম্বর/১৭ | ইউ,আর,ডি ও এ.আর.ডি.ও এ.আর.ডি.ও(ই) জে.ও | সুস্থ পরিবেশে বসবাস করলে রোগমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন জীবন জাপন করতে পারবে। | জনগণের জীবন মান উন্নয়ন হবে। | ||
২৭ | মহিলা সদস্যদের উৎপাদিত দ্রব্য বাজারজাত করণের ব্যবস্থা করণ। | মার্চ/১৭ | ডিসেম্বর/১৭ | ইউ,আর,ডি ও এ.আর.ডি.ও এ.আর.ডি.ও(ই) জে.ও | অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে। সামাজিক নিরাপত্তা ও মর্যাদা বাড়বে। | জনগণের জীবন মান উন্নয়ন হবে। |
২৮ | সদস্যদের ১০০% নিরক্ষরতা দূরীকরণ | মার্চ/১৭ | ডিসেম্বর/১৭ | ইউ,আর,ডি ও এ.আর.ডি.ও এ.আর.ডি.ও(ই) জে.ও | সামাজিক নিরাপত্তা ও মর্যাদা বাড়বে। | জনগণের জীবন মান উন্নয়ন হবে। |
২৯ | ভয়েস কলের মাধ্যমে সদস্যদের ঋণ পরিশোধের তাগিদ দেওয়া | মার্চ/১৭ | ডিসেম্বর/১৭ | ইউ,আর,ডি ও এ.আর.ডি.ও এ.আর.ডি.ও(ই) জে.ও | সময় সাশ্রয় হবে। যাতায়াতের খরচ বাচবে, সদস্যরা ঋণ পরিশোধে আগ্রহী হবে, খেলাপী সদস্য সংখ্যা কমবে। | টিসিভি কমবে। |
৩০ | বাল্য বিবাহ রোধকল্পে বিবাহ রেজিস্ট্রার ও ইমাম সাহেবগণের তালিকা তৈরীকরণ এবং প্রশিক্ষণ গ্রহণ।
| ০১/০৩/২০১৬ | ৩১/০৩/২০১৬ | মোছা: নাছিমা খাতুন উপজেলা নির্বাহী অফিসার নড়াইল সদর, নড়াইল। | বিবাহ রেজিস্ট্রার ও ইমাম সাহেবগণের তালিকা তৈরী করে তাদেরকে বাল্য বিবাহ রোধ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার ফলে তারা বাল্য বিবাহ পড়াতে পারবেন না এবং বাল্য বিবাহ পড়ালে তাৎক্ষনিক প্রশাসনের পক্ষথেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। | প্রকল্পের কার্যক্রম ১০০% সম্পন্ন হয়েছে । |
৩১ | উপজেলা পরিষদে হেল্পডেক্স স্থাপন | ০৫/১১/২০১৬ | চলমান প্রক্রিয়া | মোছা: নাছিমা খাতুন উপজেলা নির্বাহী অফিসার নড়াইল সদর, নড়াইল। | উপজেলা পরিষদের বিভিন্ন সেবা সংক্রান্ত তথ্য হেল্প ডেক্স থেকে সহজে সংগ্রহ করতে পারবে এবং তাদের ভোগান্তির লাঘব ঘটবে। | প্রকল্পের কার্যক্রম ১০০% সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি সম্প্রসারিত হিসাবে চলমান আছে। |
৩২ | নড়াইল সদর উপজেলার পৌরসভা ব্লকের দূর্গাপুর গ্রামে আধুনিক উপায়ে গোবর সংরক্ষন, ভার্মি কম্পোষ্ট উৎপাদন ও ব্যবহার। | ০১/০১/২০১৭ | ৩১/১২/২০১৭ | মো: শহীদুল ইসলাম পদবী: উপজেলা কৃষি অফিসার নড়াইল সদর। মোবা: ০১৭১২-৭৮২৪১৫ muk.pan28@yahoo.com | রাসায়নিক স্যার কম পরিমান ব্যবহার হবে। বিষমুক্ত ভাবে সবজি উৎপাদন করতে পারবে। জৈব্য স্যারের ব্যবহার বৃদ্ধি পাবে। মাটির স্বাস্থ্য রক্ষা হবে। কৃষকদের আত্ম-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। জৈব্য উপায়ে খাদ্য উৎপাদন হবে। কৃষক আয় বৃদ্ধি পাবে। | বাস্তব অবস্থা পর্যাবেক্ষন করে পরিমাপ হবে। |
৩৩ | উপ সহকারী কৃষি কর্মকর্তাগন Facebook এর মাধ্যমে কৃষকদের ফসলের যাবতীয় সমস্যার সমাধান প্রদান করেন। | ০৩/০৯/২০১৫ | চলমান | মো: শহীদুল ইসলাম পদবী: উপজেলা কৃষি অফিসার নড়াইল সদর। মোবা: ০১৭১২-৭৮২৪১৫ muk.pan28@yahoo.com | অতি সহজে তার সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় পরামর্শ পাওয়ায় কৃষকের অর্থ, সময় এবং শ্রমের সাশ্রয় হচ্ছে। এতে করে কম খরচে অধিক লাভ হচ্ছে এবং কৃষকের উৎপাদন বাড়ছে। যা আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখচ্ছে। | কৃষক অতি সহজে তার সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ায় বিষয়টি জনপ্রিয় হচ্ছে এবং মোবাইল ফোন সকলের হাতে থাকায় ও ব্যবহার করতে পারায় পদ্ধতিটির স্থায়ীত্ব বাড়ছে। |
৩৪ | মোবাইলে SAAOদের ব্লকে উপস্থিতি নিশ্চিত করন ( উপ সহকারী কৃষি কর্মকর্তার 3G মোবাইল ফোনে video কলের মাধ্যমে ব্লকে বা কৃষকের মাঠে বা ইউনিয়নস্থ কৃষি পরামর্শ কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে। 3Gসেবা না থাকলে ভয়েজ কলের মাধ্যমে তার সাথে কথা বলে অথবা নিকটস্থ যে কোন কৃষকের বা অন্য কোন ব্যাক্তির সাথে কথা বলে উপস্থিতি নিশ্চিত করতে হবে। | 01/09/2015 | চলমান | মো: শহীদুল ইসলাম পদবী: উপজেলা কৃষি অফিসার নড়াইল সদর। মোবা: ০১৭১২-৭৮২৪১৫ Muk.pan28@yahoo.com | উপ-সহকারী কৃষি কর্মকর্তা তার মোবাইল ফোনেVoice call/Video Callএর মাধ্যমে ব্লকে বা কৃষকের মাঠে বা ইউনিয়নস্থ কৃষি পরামর্শ কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। Voice call/Video Call এর মাধ্যমে উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং নিকটস্থ যে কোন কৃষকের বা দ্বিতীয় কোন ব্যক্তির সাথে কথা বলে উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। ব্লকে তাদের উপস্থিতি নিশ্চিত হওয়ায় কৃষক অতি সহজে তার সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় পরামর্শ পাওয়ায় কৃষকের অর্থ, সময় এবং শ্রমের সাশ্রয় হচ্ছে। এতে করে কম খরচে অধিক লাভ হচ্ছে এবং কৃষকের উৎপাদন বাড়ছে। যা আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখচ্ছে। | অতি সহজে সম্প্রসারণ কৃর্মীদের ব্লকে অর্থাৎ কৃষকের কাছে অবস্থান নিশ্চিত করা যাচ্ছে, সেহেতু পদ্ধতিটির স্থায়িত্ব বাড়ছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস